করোনা ইস্যুতে কওমির শিক্ষা কার্যক্রম স্থগিত, পরীক্ষা যথাসময়ে

করোনাভাইরাস ইস্যুতে সরকারি সিদ্ধান্তের পর দাওরায়ে হাদিসসহ কওমি মাদ্রাসার অন্যান্য জামাতের পরীক্ষার আগ পর্যন্ত মাদ্রাসাগুলোর শিক্ষা কার্যক্রম স্থগিত করেছে সম্মিলিত কওমি মাদ্রাসা শিক্ষা সংস্থা ‘আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ’।

মঙ্গলবার সকালে রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় বেফাকুল মাদারিসিলি আরাবিয়ার কেন্দ্রীয় কার্যালয়ে সংস্থাটির শীর্ষ কর্তারা এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে জানা গেছে।

কওমি মাদ্রাসার সর্বোচ্চ কর্তৃপক্ষ হাইয়াতুল উলইয়ার ভারপ্রাপ্ত কো-চেয়ারম্যান এবং বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক)-এর মহাসচিব মাওলানা আব্দুল কুদ্দুস ওই বৈঠকে সভাপতিত্ব করেছেন।

এতে সংস্থাটির ৩২ সদস্যের সবাই উপস্থিত ছিলেন বলে বৈঠকে অংশ নেয়া হাইয়াতুল উলইয়ার সদস্য মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, হাইয়াতুল উলয়ার অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদিস (তাকমিল) পরীক্ষা আগামী ৬ এপ্রিল, বেফাকের পরীক্ষা আগামী ২৮ মার্চ এবং হাইয়াতুল ইলইয়ার নিয়ন্ত্রণাধীন কওমি মাদ্রাসাভিত্তিক অন্যান্য পাঁচ বোর্ডের পরীক্ষাও এপ্রিল মাসের প্রথম সপ্তাহে শুরু হবে।

মাওলানা বাহাউদ্দিন জাকারিয়া জানান, মঙ্গলবারের বৈঠকে কওমি মাদ্রাসার স্বাভাবিক শিক্ষা কার্যক্রম পরীক্ষার আগ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত হয়েছে। তবে দাওরায়ে হাদিসসহ অন্যান্য জামাতের পরীক্ষা যথাসময়েই অনুষ্ঠিত হবে।

এ দিকে বেফাকের সহ-সভাপতি ও হেফাজতে ইসলামের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী বেফাকের নিয়ন্ত্রণাধীন সব কওমি মাদ্রাসায় শিক্ষা কার্যক্রম পরীক্ষার আগ পর্যন্ত স্থগিত রাখার নিশ্চিত করে বলেন, অনুষ্ঠিত বৈঠকে প্রত্যেক ছাত্রকে এককভাবে তাদের পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন শীর্ষ আলেমরা। সঙ্গে সঙ্গে করোনাভাইরাস থেকে বাঁচতে সবাইকে বেশি বেশি দোয়া-ইসতেগফার পড়ার আহ্বান জানানো হয়েছে। 

যুগান্তর  ১৭ মার্চ ২০২০, ১৮:৪০

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *