ভর্তি বিষয়ক

১ রমযান হতে ৯ শাওয়াল অর্থাৎ রমযানের ১ তারিখ হতে ঈদের ৯ দিন পর পর্যন্ত ভর্তি চলমান থাকে।

 

ভর্তির পূর্ব শর্তাবলি
* মাদ্রাসা শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত পাঠ্যসূচি অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে হবে।
* প্রত্যেক ভর্তি ইচ্ছুক ছাত্রীদের বয়স কমপক্ষে ৭ বৎসর হতে হবে।
* মাদ্রাসার সকল নিয়ম কানুন যথারীতি মেনে চলার অঙ্গিকার করতে হবে।
* মাদ্রাসা কর্তৃক মুদ্রিত ভর্তি ফরম পূরণ করতঃ নির্ধারিত ভর্তি ফিসহ এক মাসের
বেতন, খানার টাকা ও অন্যান্য ফি অগ্রীম জমা দিয়ে ভর্তির নিয়মাবলি অনুযায়ী ভর্তি
হতে হয়।
* মাদ্রাসা কর্তৃক নির্ধারিত পোষাক পরিচ্ছদ, বিছানা, প্রয়োজনী জিনিসপত্র ও
কিতাবাদি সরবরাহ করা অভিভাবকের দায়িত্ব।
* প্রত্যেক ছাত্রীকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হবে।
* প্রত্যেক ছাত্রীকে ভর্তি পরীক্ষায় নির্বাচিত উপযুক্ত শ্রেণীতে ভর্তি করা হবে।
* প্রকৃত অভিভাবক ও জন্ম নিবন্ধন কার্ড ছাড়া কোন ছাত্রী ভর্তির সুযোগ নেই

ভর্তির সময়কাল
শিক্ষাবর্ষ : হিজরী সন মোতাবেক শাওয়াল মাস হতে শাবান মাস পর্যন্ত।
ভর্তির সময়সীমা : ১ রমযান হতে ৯ শাওয়াল অর্থাৎ রমযানের ১ তারিখ হতে ঈদের
৯ দিন পর পর্যন্ত।
ক্লাস শুরু : ১০ শাওয়াল।

Share