করোনায় এবার হাসপাতালে বৃটেনের প্রধানমন্ত্রী বরিস

  ইসলাম টাইমস ডেস্ক :  করোনাভাইরাসে আক্রান্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনকে ১০ নং ডাউনিং স্ট্রিটের বাসা থেকে লন্ডনের একটি হাসপাতালে নেওয়া হয়েছে। করোনা পজিটিভ শনাক্ত হওয়ার ১০ দিন পর তাকে ফের হাসপাতালে নেওয়ার কথা ডাউনিং স্ট্রিট সূত্রে জানা গেছে বলে নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

বলা হয়, শরীরের তাপমাত্রা বেশিসহ করোনার উপসর্গ নিয়েই রবিবার সন্ধ্যায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে সেখানে চিকিৎসার জন্য একরাত থাকতে হতে পারে। তবে এটিকে রুটিন চেকআপ ও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে অভিহিত করেছে ডাউনিং স্ট্রিট।

এর আগে, ২৭ মার্চ নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর টুইট করেছিলেন বরিস জনসন। এরপর থেকে চিকিৎসাধীন ছিলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *