
বাংলাদেশে আরও তিন জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে বলে সরকারের স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।
আজ এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা বলেছেন, যে তিন জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের একজন নারী ও দু’জন পুরুষ।
তিনি বলেন, এই তিন জনের সবার সঙ্গেই বিদেশের সংশ্লিষ্টতা রয়েছে। আক্রান্ত নারীর বয়স ত্রিশের কোঠায় এবং ইতালি প্রবাসী একজনের মাধ্যমে আক্রান্ত হয়েছেন।
এছাড়া, একজন পুরুষের বয়স ত্রিশের কোঠায় এবং তার ইউরোপে বার্লিন ও রোম ভ্রমণের ইতিহাস রয়েছে।
অন্যজন বয়স ৭০-এর কোঠায় এবং তারও বিদেশ সংশ্লিষ্টতা রয়েছে বলে নাসিমা সুলতানা জানান।
তিনি বলেন, এই বয়স্ক পুরুষটির অবস্থা আশঙ্কাজনক এবং তিনি আইসিইউ’তে রয়েছেন।
এই নিয়ে বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২০জনে। আর এখন পর্যন্ত মৃতের সংখ্যা এক।
২১শে ফেব্রয়ারী থেকেএই পর্যন্ত স্ক্রিনিং করা হয়েছে ছয় লাখ ৩৮ হাজার ৭৭৪জনকে। ৭২৩৬ জনকে গত ২৪ ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে।
বিদেশ থেকে আগত এমন ৪৪জন যাত্রী প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে আছেন। আর আইসোলেশনে আছেন ৩০জন।